37°C°F Precipitation: 0% Humidity: 44% Wind: 10 km/h
Tuesday 21st January 2025
শেয়ার প্রতি আয় (ইপিএস) – EPS
By Tasniya Jahan

শেয়ার প্রতি আয় (ইপিএস) – EPS

কোম্পানির লভ্যাংশ/মুনাফা কে ঐ কোম্পানির মোট শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করলে, প্রতি শেয়ারের বিপরীতে যে মুনাফা পাওয়া যায় তাই শেয়ার প্রতি আয় (Earning per Share, EPS) । যে কোম্পানির শেয়ার প্রতি আয় যত বেশি, সে কোম্পানিকে তত বেশি লাভজনক হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত শেয়ার প্রতি আয় বেশি হলে বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য অধিক বিনিয়োগ করার মানসিকতা পোষণ করে থাকেন, কারণ এক্ষেত্রে শেয়ারে বিনিয়োগের মাধ্যমে অধিক মুনাফার সম্ভাবনা বেশি থাকে।

শেয়ার প্রতি আয় (ইপিএস) গণনার সূত্র-

EPS Calculation Formula Bangla
ইপিএস গণনার সূত্র

মনে করি, একটি কোম্পানির নিট আয় ১০,০০,০০০ টাকা। কোম্পানিটি ২,৫০,০০০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির বকেয়া মোট শেয়ারের সংখ্যা ১১,০০০,০০০

এক্ষেত্রে  কোম্পানিটির শেয়ার প্রতি আয় হবে-

শেয়ার প্রতি আয় (ইপিএস)= (৳১,০০০,০০০- ৳২,৫০,০০০) / ১১,০০০,০০০

শেয়ার প্রতি আয় (ইপিএস)= ৳ ০.০৬৮

যেহেতু একটি কোম্পানির নিট আয় প্রতিটি শেয়ারের জন্য এর শেয়ারহোল্ডারদের মধ্যে সমান ভাবে ভাগ হয়, অতএব প্রত্যেকটি শেয়ার এর জন্য একজন শেয়ারহোল্ডার  ৳ ০.০৬৮ টাকা পাবে।

  • 2 Comments
  • February 25, 2021

Comments

  1. অনিল
    August 9, 2022

    ধন্যবাদ। সুন্দর ভাবে উপস্থাপনের জন্য।

    1. Rakibul Hossen
      August 31, 2022

      আপনাকেও ধন্যবাদ আমাদের লেখা সময় নিয়ে পড়ার জন্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *