কোম্পানির লভ্যাংশ/মুনাফা কে ঐ কোম্পানির মোট শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করলে, প্রতি শেয়ারের বিপরীতে যে মুনাফা পাওয়া যায় তাই শেয়ার প্রতি আয় (Earning per Share, EPS) । যে কোম্পানির শেয়ার প্রতি আয় যত বেশি, সে কোম্পানিকে তত বেশি লাভজনক হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত শেয়ার প্রতি আয় বেশি হলে বিনিয়োগকারীরা কোম্পানির শেয়ার ক্রয়ের জন্য অধিক বিনিয়োগ করার মানসিকতা পোষণ করে থাকেন, কারণ এক্ষেত্রে শেয়ারে বিনিয়োগের মাধ্যমে অধিক মুনাফার সম্ভাবনা বেশি থাকে।
শেয়ার প্রতি আয় (ইপিএস) গণনার সূত্র-

মনে করি, একটি কোম্পানির নিট আয় ১০,০০,০০০ টাকা। কোম্পানিটি ২,৫০,০০০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির বকেয়া মোট শেয়ারের সংখ্যা ১১,০০০,০০০
এক্ষেত্রে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হবে-
শেয়ার প্রতি আয় (ইপিএস)= (৳১,০০০,০০০- ৳২,৫০,০০০) / ১১,০০০,০০০
শেয়ার প্রতি আয় (ইপিএস)= ৳ ০.০৬৮
যেহেতু একটি কোম্পানির নিট আয় প্রতিটি শেয়ারের জন্য এর শেয়ারহোল্ডারদের মধ্যে সমান ভাবে ভাগ হয়, অতএব প্রত্যেকটি শেয়ার এর জন্য একজন শেয়ারহোল্ডার ৳ ০.০৬৮ টাকা পাবে।