শেয়ার বাজার হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার লেনদেন করা হয়। বাংলাদেশে দুটি স্টক এক্সচেঞ্জ রয়েছে; ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE), যেখানে কম্পিউটারাইজড অটোমেটেড ট্রেডিং সিস্টেম দ্বারা শেয়ার এবং অন্যান্য আর্থিক সিকিউরিটিজ লেনদেন করা হয়। বাংলাদেশের শেয়ারবাজার এর নিয়ন্ত্রক সংস্থা “বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC)”।
শেয়ার বাজার কীভাবে কাজ করে এর পিছনের ধারণাটি বেশ সহজ। কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকগণ ব্যবসার সম্প্রসারনের জন্য বা অন্য কোন বিনিয়োগের উদ্দেশ্যে অর্থ সংগ্রহ করতে ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO) নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে কোম্পানিটিকে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করেন। বিনিয়োগকারীরা সেই কোম্পানির শেয়ারগুলো প্রাইমারি মার্কেট থেকে ক্রয় করেন এবং পরবর্তীতে তা সেকেন্ডারি মার্কেটে নিজেদের মধ্যে লেনদেন করতে পারে্ন। বিনিয়োগকারীরা শেয়ারে বিনিয়োগ করার মাধ্যমে লভ্যাংশ ও মূলধনী মুনাফা অর্জন করতে পারেন। স্টক এক্সচেঞ্জে লেনদেন চলাকালীন সময়ে চাহিদা ও সরবরাহের ভিত্তিতে তালিকাভুক্ত শেয়ারগুলোর বাজারমূল্য প্রতিনিয়ত উঠানামা করে। শেয়ারবাজারে শেয়ার বা স্টক ছাড়াও অন্যান্য সিকিউরিটিজ; যেমন- বন্ড, মিউচ্যুয়াল ফান্ড ইত্যাদি লেনদেন করা হয়।