37°C°F Precipitation: 0% Humidity: 44% Wind: 10 km/h
Sunday 8th December 2024
Technical Analysis সম্পর্কে আপনার জিজ্ঞাসা (বই)
By Isfaqur Rahman

Technical Analysis সম্পর্কে আপনার জিজ্ঞাসা (বই)

শেয়ার বাজার একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগের মাধ্যম। ঝুঁকি কমিয়ে কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি প্রায়োগিক জ্ঞানও প্রয়োজন। Technical Analysis বিনিয়োগের একটি প্রায়োগিক জ্ঞান। Technical Analysis এর যথাযথ ব্যবহার একজন বিনিয়গকারীকে তার বিনিয়োগের ঝুঁকি ও মুনাফার (Risk & Return) মধ্যে উত্তম সামাঞ্জস্য আনতে সহায়তা করে। Technical Analysis এর প্রাথমিক ধারণা সম্বলিত এই বইটি আপনার বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহনে সহায়ক ভূমিকা রাখবে।

সহজে বোঝার সুবিধার্থে আলোচ্য বিষয়সমূহ মূল দিকগুলো চারটি অধ্যায়ে প্রশ্নের উত্তর আকারে সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে। পাঠকগণ অধ্যায়গুলো পর্যায়ক্রমে পাঠ করলে উপকৃত হবেন। পরবর্তী সংস্করনে বিষয়গুলোর বিস্তারিত আলোচনা এবং Technical Analysis- এর মাধ্যমে Trading Strategy তৈরির প্রাথমিক ধারণা তুলে ধরা হবে ।

বইটি যার জন্য

যিনি-

  • Technical Analysis প্রাথমিক পর্যায় থেকে শুরু করতে চান
  • গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সংক্ষিপ্ত বর্ণনা চান
  • Market-এর গতি প্রকৃতি বিশ্লেষণ করতে চান
  • Securities কখন Buy-Sell করা যাবে তা বুঝতে চান
  • Investment-এর পাশাপাশি Trade করতে চান
  • বিশ্লেষণের ব্যবহারিক দিকগুলো সহজে বুঝতে চান

বইটির উল্লেখযোগ্য দিকটি হচ্ছে, Candlesticks Pattern, Chart Pattern Analysis এবং Indicator Analysis এর মাধ্যমে একজন Investor কিভাবে  Securities price forecast করতে পারবেন তার প্রাথমিক ও সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে ।

বইটি অনলাইনে ক্রয় করার জন্য ভিজিট করুনঃ রকমারি.কম

আমাদের থেকে সরাসরি ক্রয় করার জন্য যোগাযোগ করুনঃ

রয়্যাল ক্যাপিটাল লিমিটেড (কর্পরেট  অফিস)

ইত্তেফাক ভবন ৩য় তলা (লিফট-২),

১, আর.কে. মিশন রোড,

মতিঝিল, ঢাকা-১২০৩

অথবা আমাদের মতিঝিল শাখায় যোগাযোগ করুনঃ

ডিএসই এনেক্স বিল্ডিং ৩য় তলা,

৯/এস, মতিঝিল বা/এ,

ঢাকা-১০০০

 

আপনার বিনিয়োগের সফলতার প্রত্যাশায়-

সৈয়দ ইসফাকুর রহমান

লেখক

  • 1 Comment
  • February 5, 2020

Comments

  1. Rakibul Hasan
    February 6, 2020

    Good wishes for the book.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *