শেয়ারবাজারে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন টেকনোলজিক্যাল সেবা দিয়ে সময়ের সাথে সেগুলো আরও উন্নত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে রয়্যাল ক্যাপিটাল লিমিটেড। আমরা নতুন সংযোজন হিসেবে অনলাইনে বিও একাউন্ট ওপেনিং কে করেছি আরও সহজ এবং সিকিউরড।
এখন অনলাইনে বিও একাউন্ট ওপেন করার জন্য আপনি আমাদের বিও পোর্টালের মাধ্যমে ইনস্ট্যান্ট NID ভেরিফিকেশন করতে পারবেন, যেটি করতে আগে সময় প্রয়োজন হতো। তার সাথে সহজ কিছু স্টেপ ফলো করে সহজেই খুলতে পারবেন রয়্যাল ক্যাপিটালে আপনার বিও একাউন্ট।