Royal Capital Ltd. এ ৪টি সহজ ধাপে Online BO Account ওপেন করা যায়।
- রেজিস্ট্রেশন করুন
- প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন
- প্রয়োজনীয় তথ্য সম্বলিত ডকুমেন্ট আপলোড করতে হবে
- CDBL এর চার্জ পরিশোধ করা
বিস্তারিত বিবরণ:
রয়্যাল ক্যাপিটাল লিমিটেড এর সাহায্যে আপনি সহজেই Open an Account ভিজিট করে বেনিফিশিয়ারি ওনারস (BO) এ্যাকাউন্ট খুলতে পারবেন।
BO এ্যাকাউন্ট খুলতে যা প্রয়োজন:
১. এ্যাকাউন্ট হোল্ডারের ২টি পাসপোর্ট সাইজ কালার ছবি (জয়েন্ট এ্যাকাউন্ট হোল্ডারদের ১টি করে ছবি)
২. ন্যাশনাল আইডি (NID) /পাসপোর্ট /ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি
৩. BO Account Opening Fee এবং বর্তমান বছরের জন্য CDBL কর্তৃক নির্ধারিত চার্জ ৫৫০ টাকা
এ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ জমা দেয়ার ৩-৫ কার্যদিবসের মধ্যে আপনার এ্যাকাউন্টটি এক্টিভ হয়ে যাবে।
BO এ্যাকাউন্ট ওপেন করতে নিন্মে আলোচিত ধাপগুলো অনুসরণ করুন:-
ধাপ ১: রেজিস্ট্রেশন
আমাদের ওয়েবসাইট Royal Capital Ltd. ভিজিট করুন এবং Open an Account বাটনে ক্লিক করুন।
অথবা bo.royalcapitalbd.com এই লিংকে ভিজিট করে ও BO Account Open করতে পারেন।
আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস এর সাহায্যে রয়্যাল ক্যাপিটাল লিমিটেডে রেজিস্টার করুন। আপনার যদি নিজস্ব এ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সাইন ইন করুন।
Continue to Registration বাটনে ক্লিক করলে ৫-১০ মিনিটের মধ্যে ইমেইলের মাধ্যমে আপনাকে আপনার ইউজার আইডি (User ID) ও পাসওয়ার্ড (Password) পাঠানো হবে।
এরপর আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ডের সাহায্যে সাইন ইন (Sign In) করুন।
ধাপ ২: প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট ওপেনিং ফর্ম পূরণ
লগইন করার পর, আপনি আপনার ক্লায়েন্ট এরিয়া ড্যাশবোর্ড দেখতে পাবেন। যেখানে অপনার প্রয়োজনীয় তথ্যসমূহ নির্ধারিত স্থানে পূরণ করতে হবে।
ক্লায়েন্ট এরিয়া ড্যাশবোর্ডের বামপাশের মেন্যু থেকে Add Account Holders (s) বাটনে ক্লিক করুন এবং এ্যাকাউন্ট হোল্ডারের যাবতীয় প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করুন।
জয়েন্ট এ্যাকাউন্ট (Joint Account) ওপেন করতে চাইলে ক্লায়েন্ট এরিয়া ড্যাশবোর্ডের উপরে ডানপাশের “Joint” এর পাশের বৃত্তাকার অংশটি চিহ্নিত করুন।
প্রয়োজনীয় তথ্যসমূহ ইনপুট করার পর “save and continue” বাটনে ক্লিক করুন। পরবর্তী ধাপে ব্যাংক এ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যাদি অন্তর্ভুক্ত করতে হবে।
প্রথমে, ড্রপডাউন লিস্ট (Drop Down list) থেকে আপনার ব্যাংকের নাম, লেনদেনের জন্য নির্দিষ্ট জেলা ও শাখা সিলেক্ট করার পর রাউটিং নাম্বারটি স্বয়ংক্রিয়ভাবে লিপিবদ্ধ হবে। এরপর আপনার ১৩ ডিজিটের ব্যাংক এ্যাকাউন্ট নাম্বারটি (13 digit Bank Account Number) ইনপুট করুন।
জয়েন্ট এ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, প্রথম এ্যাকাউন্ট হোল্ডারের ব্যাংক এ্যাকাউন্টের তথ্য প্রদান করতে হবে।
অথরাইজারের তথ্য ইনপুট করতে “save and continue” বাটনে ক্লিক করুন।
আপনি যদি আপনার এ্যাকাউন্টের কার্যক্রম পরিচালনার দায়িত্ব কাউকে দিতে চান সেক্ষেত্রে এই ফর্মটি পূরণ করুন অন্যথা, স্কিপ করে পরের ধাপে নমিনির সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।
আপনি যদি এ্যাকাউন্টের নমিনি হিসেবে কাউকে মনোনীত করতে চান তবে এই ফর্মটি পূরণ করুন অন্যথা, স্কিপ করে পরের ধাপে চলে যেতে পারবেন।
ধাপ ৩: প্রয়োজনীয় তথ্য সম্বলিত ডকুমেন্ট আপলোড করতে হবে
এই ধাপে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
ধাপ ৪: CDBL এর চার্জ পরিশোধ করা
প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ আপলোড করার পর বাম দিকের মেন্যু থেকে “payment option” এ ক্লিক করুন। আপনার ট্র্যাকিং নাম্বার (ইউজার আইডি) এবং পেমেন্ট পরিমান লিখে “Pay with bKash” বাটনে ক্লিক করুন।
আপনার বিকাশ মোবাইল নাম্বারটি লিখে “I Agree” বক্সে টিক দিয়ে proceed বাটনে ক্লিক করুন। বিকাশ থেকে পাঠানো ভেরিফিকেশন কোড এবং আপনার পিন নাম্বারটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। পেমেন্ট সম্পূর্ণ করার পর আপনাকে বিকাশ থেকে একটি কনফারমেশন ম্যাসেজ এবং এসএমএস পাঠানো হবে।
ই প্রক্রিয়ায় আপনি আপনার BO এ্যাকাউন্ট সহজেই ওপেন করতে পারেন। পেমেন্ট সম্পন্ন করার পর আপনার পূরণকৃত আবেদনপত্রের একটি কপি আপনাকে ইমেইল করে পাঠানো হবে। আপনার পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর করে ৩০ দিনের মধ্যে তা আমাদের কর্পোরেট অফিসের ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার করে পাঠাতে হবে। মনে রাখতে হবে যে, এই স্বাক্ষর করা আবেদনপত্রটি পাঠানো অত্যন্ত জরুরি, কারণ এটি ভেরিফিকেশনের জন্য CDBL এ পাঠাতে হবে।
আমাদের অফিসের ঠিকানা-
রয়্যাল ক্যাপিটাল লিমিটেড
ইত্তেফাক ভবন (২য় তলা)
১, আর.কে. মিশন রোড
ঢাকা-১২০৩, বাংলাদেশ
Very helpful. Easy to understand. Good job.
ধন্যবাদ
Good job go ahead rcl
যদি ভুল করে নমিনির নাম বাদ পড়ে পরে কি ইডিট করা যাবে?
একাউন্ট আপডেট ফর্ম ফিলাপ করে আপডেট করতে পারবেন।