Online BO Account খুলুন ৪টি সহজ ধাপে!
Royal Capital Ltd. এ ৪টি সহজ ধাপে Online BO Account ওপেন করা যায়।
- রেজিস্ট্রেশন করুন
- প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন
- প্রয়োজনীয় তথ্য সম্বলিত ডকুমেন্ট আপলোড করতে হবে
- CDBL এর চার্জ পরিশোধ করা
বিস্তারিত বিবরণ:
রয়্যাল ক্যাপিটাল লিমিটেড এর সাহায্যে আপনি সহজেই Open an Account ভিজিট করে বেনিফিশিয়ারি ওনারস (BO) এ্যাকাউন্ট খুলতে পারবেন।
BO এ্যাকাউন্ট খুলতে যা প্রয়োজন:
১. এ্যাকাউন্ট হোল্ডারের ২টি পাসপোর্ট সাইজ কালার ছবি (জয়েন্ট এ্যাকাউন্ট হোল্ডারদের ১টি করে ছবি)
২. ন্যাশনাল আইডি (NID) /পাসপোর্ট /ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি
৩. BO Account Opening Fee এবং বর্তমান বছরের জন্য CDBL কর্তৃক নির্ধারিত চার্জ ৫৫০ টাকা
এ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ জমা দেয়ার ৩-৫ কার্যদিবসের মধ্যে আপনার এ্যাকাউন্টটি এক্টিভ হয়ে যাবে।
BO এ্যাকাউন্ট ওপেন করতে নিন্মে আলোচিত ধাপগুলো অনুসরণ করুন:-
ধাপ ১: রেজিস্ট্রেশন
আমাদের ওয়েবসাইট Royal Capital Ltd. ভিজিট করুন এবং Open an Account বাটনে ক্লিক করুন।
অথবা bo.royalcapitalbd.com এই লিংকে ভিজিট করে ও BO Account Open করতে পারেন।
আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস এর সাহায্যে রয়্যাল ক্যাপিটাল লিমিটেডে রেজিস্টার করুন। আপনার যদি নিজস্ব এ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে সাইন ইন করুন।
Continue to Registration বাটনে ক্লিক করলে ৫-১০ মিনিটের মধ্যে ইমেইলের মাধ্যমে আপনাকে আপনার ইউজার আইডি (User ID) ও পাসওয়ার্ড (Password) পাঠানো হবে।
এরপর আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ডের সাহায্যে সাইন ইন (Sign In) করুন।
ধাপ ২: প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট ওপেনিং ফর্ম পূরণ
লগইন করার পর, আপনি আপনার ক্লায়েন্ট এরিয়া ড্যাশবোর্ড দেখতে পাবেন। যেখানে অপনার প্রয়োজনীয় তথ্যসমূহ নির্ধারিত স্থানে পূরণ করতে হবে।
ক্লায়েন্ট এরিয়া ড্যাশবোর্ডের বামপাশের মেন্যু থেকে Add Account Holders (s) বাটনে ক্লিক করুন এবং এ্যাকাউন্ট হোল্ডারের যাবতীয় প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করুন।
জয়েন্ট এ্যাকাউন্ট (Joint Account) ওপেন করতে চাইলে ক্লায়েন্ট এরিয়া ড্যাশবোর্ডের উপরে ডানপাশের “Joint” এর পাশের বৃত্তাকার অংশটি চিহ্নিত করুন।
প্রয়োজনীয় তথ্যসমূহ ইনপুট করার পর “save and continue” বাটনে ক্লিক করুন। পরবর্তী ধাপে ব্যাংক এ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যাদি অন্তর্ভুক্ত করতে হবে।
প্রথমে, ড্রপডাউন লিস্ট (Drop Down list) থেকে আপনার ব্যাংকের নাম, লেনদেনের জন্য নির্দিষ্ট জেলা ও শাখা সিলেক্ট করার পর রাউটিং নাম্বারটি স্বয়ংক্রিয়ভাবে লিপিবদ্ধ হবে। এরপর আপনার ১৩ ডিজিটের ব্যাংক এ্যাকাউন্ট নাম্বারটি (13 digit Bank Account Number) ইনপুট করুন।
জয়েন্ট এ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, প্রথম এ্যাকাউন্ট হোল্ডারের ব্যাংক এ্যাকাউন্টের তথ্য প্রদান করতে হবে।
অথরাইজারের তথ্য ইনপুট করতে “save and continue” বাটনে ক্লিক করুন।
আপনি যদি আপনার এ্যাকাউন্টের কার্যক্রম পরিচালনার দায়িত্ব কাউকে দিতে চান সেক্ষেত্রে এই ফর্মটি পূরণ করুন অন্যথা, স্কিপ করে পরের ধাপে নমিনির সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করুন।
আপনি যদি এ্যাকাউন্টের নমিনি হিসেবে কাউকে মনোনীত করতে চান তবে এই ফর্মটি পূরণ করুন অন্যথা, স্কিপ করে পরের ধাপে চলে যেতে পারবেন।
ধাপ ৩: প্রয়োজনীয় তথ্য সম্বলিত ডকুমেন্ট আপলোড করতে হবে
এই ধাপে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
ধাপ ৪: CDBL এর চার্জ পরিশোধ করা
প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ আপলোড করার পর বাম দিকের মেন্যু থেকে “payment option” এ ক্লিক করুন। আপনার ট্র্যাকিং নাম্বার (ইউজার আইডি) এবং পেমেন্ট পরিমান লিখে “Pay with bKash” বাটনে ক্লিক করুন।
আপনার বিকাশ মোবাইল নাম্বারটি লিখে “I Agree” বক্সে টিক দিয়ে proceed বাটনে ক্লিক করুন। বিকাশ থেকে পাঠানো ভেরিফিকেশন কোড এবং আপনার পিন নাম্বারটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন। পেমেন্ট সম্পূর্ণ করার পর আপনাকে বিকাশ থেকে একটি কনফারমেশন ম্যাসেজ এবং এসএমএস পাঠানো হবে।
ই প্রক্রিয়ায় আপনি আপনার BO এ্যাকাউন্ট সহজেই ওপেন করতে পারেন। পেমেন্ট সম্পন্ন করার পর আপনার পূরণকৃত আবেদনপত্রের একটি কপি আপনাকে ইমেইল করে পাঠানো হবে। আপনার পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর করে ৩০ দিনের মধ্যে তা আমাদের কর্পোরেট অফিসের ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার করে পাঠাতে হবে। মনে রাখতে হবে যে, এই স্বাক্ষর করা আবেদনপত্রটি পাঠানো অত্যন্ত জরুরি, কারণ এটি ভেরিফিকেশনের জন্য CDBL এ পাঠাতে হবে।
আমাদের অফিসের ঠিকানা-
রয়্যাল ক্যাপিটাল লিমিটেড
ইত্তেফাক ভবন (২য় তলা)
১, আর.কে. মিশন রোড
ঢাকা-১২০৩, বাংলাদেশ
Rakibul Hasan
March 8, 2020Very helpful. Easy to understand. Good job.
admin
March 8, 2020ধন্যবাদ
সৈয়দ মিঠু
May 23, 2020Good job go ahead rcl
shariful islam
December 31, 2020যদি ভুল করে নমিনির নাম বাদ পড়ে পরে কি ইডিট করা যাবে?
admin
January 4, 2021একাউন্ট আপডেট ফর্ম ফিলাপ করে আপডেট করতে পারবেন।
Md mamunur rasid
January 26, 2021একটি একাউন্ট দিয়ে একাধিক হাউজে বিও খোলা যাবে?
admin
February 11, 2021করা যাবে তবে না করাই ভাল, নিয়ন্ত্রক সংস্থা চাইলে যেকোন সময় বন্ধ করে দিতে পারে।
Md mamunur rasid
January 26, 2021একটা একাউন্ট দিয়ে একাধিক হাউজে বিও খোলা যাবে?
admin
February 11, 2021করা যাবে তবে না করাই ভাল, নিয়ন্ত্রক সংস্থা চাইলে যেকোন সময় বন্ধ করে দিতে পারে।
Md Shohag Hasan
April 4, 2021আসসালামুয়ালাইকুম। আমি গতকাল BO Account খোলার জন্য সমস্ত ফরম পূরন করছি বিকাশ থেকে ৪৫৮.২৫ পয়সা ফি বাবাদ কেটে নিয়েছে কিন্তু Payment Status কোন কিছু দেখাচ্ছে না
admin
April 6, 2021আপনার বিও ট্রেকিং কোড টি দিন এবং দ্রুত সমাধান পেতে আমাদের কল সেন্টারে কল করুন – ১৬৩৭৯ এই নম্বরে।
Prachurja
July 28, 2021অনলাইনের যুগের কারণে, এখন ঘরে বসে Online BO Account খোলা যাচ্ছে সহজে।
আমাদের এখন আগেন মত আর বাহিরে গিয়ে Online BO Account খুলুতে হয় না।
ধন্যবাদ আপনাদের এই সুযোগ দেওয়ার জন্য
admin
August 2, 2021আপনাকেও ধন্যবাদ
abul hosen
August 17, 2021রয়েল ক্যাপিটাল লিমিটেডের বিকাশ নম্বর কত? এটা কী জেলা ভিত্তিক বিভিন্ন শাখার আলাদা আলাদা বিকাশ নাম্বার হয় নাকি একটাই বিকাশ নাম্বার একটু বিস্তারিত বললে ভাল হয়। যশোর, খুলনা, কুষ্টিয়া থেকে কোন নম্বরে usdd কোড এর মাধ্যমে বিকাশ করতে পারি?
admin
August 23, 2021স্যার আমাদের বিকাশ নম্বর একটি এবং একনম্বর থেকেই সকল লেনদেন হয়। শাঁখা ভিত্তিক কোন আলাদা বিকাশ বা অন্য কোন মোবাইল ব্যাংকিং নম্বর নেই। আমাদের বিকাশ নম্বর হচ্ছে – 01977605080
প্রসেসটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন – https://youtu.be/2F_Xy_A3bVU
Md sayem
August 18, 2021রয়েলে আমার দুইটা বিও একাউন্ট ছিল করোনাকালীন সিডিবিএল এর পেমেন্ট না দেওয়াতে অ্যাকাউন্টগুলো ইনএকটিভ হয়ে গেছে এগুলা কি আর সচল করা যাবে একটু জানাবেন
admin
August 23, 2021স্যার ক্লোজ হওয়া একাউন্ট নতুন করে চালু করার যায়না। আপনি একই তথ্য দিয়ে নতুন করে একাউন্ট খুলতে পারবেন।
Fuad Hasan
September 20, 2021Input given on the Field of “Authorize Information” though not intended. Anyway to skip it?? Payment already made.
admin
October 7, 2021no problem sir you can change it using account update form.