BO Account খোলার পর কী করবেন?
শেয়ার বাজারে বিনিয়োগ করার জন্য একজন বিনিয়োগকারীকে অবশ্যই BO Account খুলতে হবে। রয়্যাল ক্যাপিটাল লিমিটেড এর সাহায্যে সহজেই কিছু নির্দিষ্ট তথ্য ও ডকুমেন্ট জমা দিয়ে ম্যানুয়ালি বা Online BO Account খোলা যায়। তবে বিও একাউন্ট (BO Account) খোলার পর কি করতে হবে তা নিয়ে অনেকেই দ্বিধাগ্রস্ত থাকে। আজকের ব্লগে বিও একাউন্ট খোলার পর একজন বিনিয়োগকারীর করণীয় বিষয়গুলো ধাপে ধাপে আলোচনা করা হবে।
Royal Capital এর Digital Broking সম্পর্কে জানতে ভিডিও দেখুনঃ
ধাপ ১ রেজিস্ট্রেশন
ক্লায়েন্ট হিসেবে রয়্যাল ক্যাপিটালের ওয়েবসাইট অর্থাৎ https://royalcapitalbd.com/ এ রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশনের সময় বিও একাউন্টের (BO Account) সাথে রেজিস্টার্ড মোবাইল নম্বর ব্যবহার করতে হবে এবং পাসওয়ার্ড সেট করে নিতে হবে।
ধাপ ২ অ্যাপ ডাউনলোড
ক্লায়েন্টদের সার্বক্ষণিক সুবিধা দিতে রয়েছে রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের নিজস্ব অ্যাপ “Royal Touch“। এই সুবিধাটি পেতে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে নিচের লিঙ্কটি ক্লিক করুন- Royal Touch Mobile App
উল্লেখ্যঃ Royal capital Ltd -এ ওয়েবসাইট অথবা Royal Touch App দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন। যে মাধ্যমটি সহজ আপনার কাছে সে মাধ্যমটি ব্যবহার করে রেজিষ্ট্রেশন করুন।
ধাপ ৩ অ্যাপ রেজিস্ট্রেশন
Royal Touch App গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার পর ইউজার নেম এর স্থানে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও একাউন্টের পাসওয়ার্ড প্রদান করে অ্যাপ এ লগ ইন করতে হবে। Royal Touch App এর সাহায্যে একজন ক্লায়েন্ট লেজার ব্যালেন্স ও পোর্টফলিও চেক করার পাশাপাশি পূর্ববর্তী লেনদেনের ট্রানজেকশন সামারি দেখা এবং আইপিও অ্যাপ্লিকেশন করতে পারবে। উপরে বর্ণিত ধাপ গুলো সম্পাদনে কোনো প্রকার অসুবিধা হলে https://bit.ly/RoyalTouchRegistration – এই লিঙ্কে ক্লিক করে এই সম্পর্কিত টিউটরিয়ালটি দেখে নিতে পারেন।
ধাপ ৪ ইন্টারনেট ট্রেডিং সিস্টেম (ITS) এক্টিভেশন
অনলাইনে লেনদেনের সুবিধা পেতে হলে ইন্টারনেট ট্রেডিং সিস্টেম (ITS) এক্টিভ করতে হবে। ইন্টারনেট ট্রেডিং সিস্টেম (ITS) এক্টিভ করতে রয়্যাল ক্যাপিটালের যে কোনো শাখায় ITS ফর্ম এবং ১ কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। ITS ফর্ম রয়্যাল ক্যাপিটালের যে কোনো শাখা থেকে সংগ্রহ করা যাবে, এছাড়া ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। সাধারণত ফর্ম জমা দেয়ার ২-৩ কার্যদিবসের মধ্যে এক্টিভেশন প্রক্রিয়া সম্পন্ন করে রেজিস্টার্ড ইমেইল এড্রেসে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদান করা হয়। DSE Mobile app এর ফিচার সম্পর্কিত টিউটরিয়ালটি দেখতে ক্লিক করুন: Features of DSE Mobile app
ধাপ ৫ ফান্ড ডিপোজিট
শেয়ার বাজারে লেনদেন করতে হলে আপনার বিও একাউন্টে পর্যাপ্ত ফান্ড থাকা বাধ্যতামূলক। একজন ক্লায়েন্ট সহজেই ইন্টারনেট ব্যাংকিং সেবা NPSB, BEFTN ও RTGS এর মাধ্যমে ব্যাংক একাউন্ট থেকে বিও একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবে। বিকাশ, রকেট সহ দেশের সকল মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ফান্ড ট্রান্সফার করতে পারবে। এছাড়া ভিসা/মাস্টারকার্ড থেকেও একজন ক্লায়েন্ট তার বিও একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবে। বিভিন্ন মাধ্যম থেকে কিভাবে ফান্ড ডিপোজিট করা যায় এই বিষয়ে সকল টিউটরিয়ালটি লিঙ্কে ক্লিক করলে দেখতে পাবেন- Service Tutorials of Royal Capital Ltd.
ধাপ ৬ শেয়ার ক্রয়-বিক্রয়
রয়্যাল ক্যাপিটালের যে কোনো শাখায় সরাসরি বা অনলাইনে DSE Mobile App বা Web App এর সাহায্যে একজন বিনিয়োগকারী সহজেই তার পছন্দমত শেয়ার ক্রয় ও বিক্রয় করতে পারবে। সরাসরি লেনদেন করার জন্য রয়্যাল ক্যাপিটালের নিজস্ব শাখায় যোগাযোগ করে অর্ডার প্লেস করতে হবে। কীভাবে DSE Mobile App এর সাহায্যে শেয়ার লেনদেন করা যায় তা সম্পর্কে ভালভাবে জানতে How to use DSE Mobile app – এই লিঙ্কে ক্লিক করে এই সম্পর্কিত টিউটরিয়ালটি দেখে নিতে পারেন।
ধাপ ৭ ফান্ড উত্তোলন
শেয়ার ব্যবসায়ে অর্জিত অর্থ SMS এর সাহায্যে রিকুইজিশন দিয়ে বিও একাউন্ট থেকে উত্তোলন করা যায়। SMS এর পাশাপাশি, একজন বিনিয়োগকারী Royal Touch App বা ওয়েবসাইটের এর মাধ্যমে Fund Withdraw করতে পারবেন। কীভাবে SMS এর সাহায্যে ফান্ড উত্তোলন করা যায় তা সম্পর্কে ভালভাবে জানতে-SMS Requisition এই লিঙ্কে ক্লিক করে এই সম্পর্কিত টিউটরিয়ালটি দেখে নিতে পারেন।
ধাপ ৮ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম
একজন বিনিয়োগকারীর শেয়ার ব্যবসায়ে সফলতা অর্জন করতে হলে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যার জন্য বাজারের নিয়মিত অবস্থা সম্পর্কে অবগত থাকা অত্যন্ত জরুরি। রয়্যাল ক্যাপিটাল লিমিটেড বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার বাজারের প্রতিদিনের খবরাখবর সম্পর্কে একটি স্বয়ংসম্পূর্ণ রিসার্চ টিম “ রিসার্চ এন্ড ইনোভেশন ল্যাব” কর্তৃক প্রস্তুতকৃত রিপোর্ট এবং বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে থাকে। শেয়ার বাজারের বিভিন্ন খুঁটিনাটি জানতে এবং সকল সাম্প্রতিক বিষয়ে আপ টু ডেট থাকতে আমাদের বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করতে হবে। নিচে সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে লিঙ্কগুলো দেয়া হলো-
ফেইসবুক পেইজ- https://www.facebook.com/royalcapitalbd/
ফেইসবুক গ্রুপ- https://www.facebook.com/groups/royalcapitalbd/
ইন্সটাগ্রাম- https://www.instagram.com/royalcapitalbd/
টুইটার- https://twitter.com/rclbd
ইউটিউব- http://www.youtube.com/c/royalcapitalbd
এছাড়াও সাম্প্রতিক বিষয়ের পাশাপাশি শেয়ার বাজারে বিনিয়োগের বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান অর্জন করতে চোখ রাখতে পারেন রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের নিজস্ব ব্লগ “RCL ADDA”
ধাপ ৯ রিসার্চ সাপোর্ট
“রিসার্চ এন্ড ইনোভেশন ল্যাব” রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের একটি স্বয়ংসম্পূর্ণ রিসার্চ টিম যারা শেয়ার বাজারের বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে নিয়মিত রিপোর্ট এবং বিভিন্ন প্রতিবেদন তৈরি করে থাকে। যা ক্লায়েন্টদের সুবিধার জন্য ফেইসবুক পেইজে এবং ওয়েবসাইটে প্রকাশ করা হয়। রিপোর্ট গুলো কীভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে এ সংক্রান্ত টিউটোরিয়াল্গুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে।
RCL_Daily_Market_Review: https://youtu.be/Ef0XvBvRJaU
RCL_Daily_Sector: https://youtu.be/2s-y0GzgvXk
RCL_Weekly_Review: https://youtu.be/qpZ05BfSNqU
RCL_Weekly_Technical_Digest: https://youtu.be/-kg-iqe0oBM
RCL_Weekly_Mutual_Fund: https://youtu.be/UbBscPvLRMo
RCL_Monthly_Review: https://youtu.be/aMkPXebk1CE
RCL_IPO_Analytics: https://youtu.be/w6W2GAtWt8k
RCL_Qpar_Financial_Service: https://youtu.be/82-8VJNcnlc
RCL_Qpar_Service_Manufacturing: https://youtu.be/x85PqMU1Gxo
ধাপ ১০ ইমেইল সাবস্ক্রিপশন
নিয়মিত রিপোর্ট এবং বিভিন্ন প্রতিবেদন সহজেই ইমেইলের মাধ্যমে পেতে চাইলে আমাদের ওয়েবসাইট থেকে সাবস্ক্রিপশন করতে হবে।
বিস্তারিত জানতে বা যে কোনো প্রয়োজনে আপনি যোগাযোগ করতে পারেন আমাদের কল সেন্টারে 16379 বা +8809606016379 এই নম্বরে অথবা মেসেজ করতে পারেন m.me/royalcapitalbd ফেইসবুক মেসেঞ্জারে।
Excellent arrangement
June 25, 2020Total website bangla version o thakle aro bhalo hotho. I hope it will be started in future. Our country people more convenient with Bangla.
admin
July 6, 2020আমরা চেষ্টা করছি আপনাদের জন্য বাংলা ভার্সন তৈরি করার।
মহসিন
December 11, 2021ইসলামী ব্যাংক থেকে NPSB সার্ভিস নেয়া যায় না,,
admin
February 1, 2022দুঃখিত স্যার ইসলামী ব্যাংক থেকে NPSB সেবাটিতে সমস্যা হচ্ছে।