ইকনোমি এনালাইসিস

সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য দেশের মূল অর্থনৈতিক সূচকগুলোর অবস্থা সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজনীয়। অর্থনৈতিক সূচকসমূহ বিনিয়োগকারীদের অর্থনীতির অবস্থা সম্পর্কে বুঝতে সাহায্য করে যাতে তারা বর্তমান পরিস্থিতি অনুযায়ী তাদের বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহন করতে পারে।

কিছু অর্থনৈতিক সূচক এবং শেয়ার বাজারে তাদের প্রভাবঃ

অর্থনৈতিক সূচক

শেয়ারবাজার –

ইতিবাচক প্রভাব

শেয়ারবাজার –

নেতিবাচক প্রভাব

জিডিপি বাড়লে

       √

 

মূদ্রাস্ফীতি বাড়লে

 

         √

সুদ এর হার বাড়লে

 

         √

বিনিময় হার বাড়লে

 

        √

ব্যাংক এর CRR & SLR বাড়লে

 

        √

ঋণের প্রবাহ বাড়লে

        √

 

তারল্য বাড়লে

        √

 

কর এর হার বাড়লে

 

        √

বাংলাদেশের অর্থনীতি ও শেয়ার বাজার সম্পর্কিত তথ্য দেখতে পারবেন এখন রয়্যাল ক্যাপিটাল পোর্টালে। রয়্যাল ক্যাপিটাল পোর্টালের “ইকোনমিক ডেটা” পেইজের স্ন্যাপশট ট্যাবটিতে আপনি বাংলাদেশের মূল অর্থনৈতিক সূচকগুলোর সর্বশেষ ডেটার পাশাপাশি বিগত পাঁচ বছরের ভ্যালু এবং ট্রেন্ড দেখতে পারবেন। এই তথ্যগুলো DSE Monthly Review থেকে নেয়া হয় এবং মাসিকভিত্তিতে আপডেট করা হয়।  চার্ট ট্যাবে বাংলাদেশের কিছু মূল অর্থনৈতিক সূচকের অবস্থা গ্রাফিকালি উপস্থাপন করা হয়েছে। এবং ইউজফুল লিঙ্কস ট্যাবে এমন কিছু সাইটের লিঙ্ক রয়েছে যা পুঁজিবাজারের সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘন ঘন ভিজিট করেন। তাই তথ্যনির্ভর বিনিয়োগ সিদ্ধান্ত নিতে ব্যবহার করুন রয়্যাল ক্যাপিটাল পোর্টাল।

Add your Comment