২০০০ সালে ২০শে আগস্ট থেকে সিডিবিএল (সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড) কোম্পানি আইন, ১৯৯৪ মোতাবেক বাংলাদেশে পাবলিক লিমিটেড হিসাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সিডিবিএলের মূল লক্ষ্য কম্পিউটারাইজড বুক এন্ট্রি পদ্ধতির মাধ্যমে কার্যকরভাবে সিকিউরিটি-র বিতরণ, নিষ্পত্তি ও স্থানান্তর। শেয়ার বাজারে বিনিয়োগকারীরা যখন লেনদেন করে, তখন শেয়ারের মালিকানা পরিবর্তিত হয়। লেনদেন সম্পন্ন হওয়ার সাথে সাথে ইলেক্ট্রনিক সিস্টেমে শেয়ারের মালিকানা পরিবর্তন করা সিডিবিএল এর মূল কাজ। এছাড়াও সিডিবিল ইলেক্ট্রনিক মাধ্যমে সংরক্ষিত শেয়ারের নিরাপত্তা প্রদান ও দেখা-শোনা করে থাকে।
সিডিবিএল প্রদত্ত সেবাসমূহঃ
-সিকিউরিটির একাউন্ট নিবন্ধন ও তত্ত্বাবধান করা
-সিকিউরিটি র এক একাউন্ট থেকে অন্য একাউন্টে স্থানান্তর লিপিবদ্ধ করা,
-শারীরিকভাবে উপস্থিত না থেকেও সিকিউরিটির মালিকানা পরিবর্তন ও স্থানান্তরের আদেশ দেওয়া।
বাৎসরিক ভিত্তিতে সিডিবিএল একটি BO maintenance ফি চার্জ করে থাকে। বর্তমানে বার্ষিক সিডিবিএল চার্জ ৳৪৫০ টাকা।