আইপিও আবেদনের নতুন নির্দেশনা -০৮/০৬/২০২২

আইপিও আবেদনের নতুন নির্দেশনা - ০৮/০৬/২০২২

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর সর্বশেষ নির্দেশনা অনুযায়ী শেয়ারবাজারে আইপিওতে আবেদন করতে হলে এখন থেকে সেকেন্ডারি মার্কেটে ন্যূনতম ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা বিনিয়োগ থাকতে হবে এবং প্রবাসী বাংলাদেশি (এনআরবি) বিনিয়োগকারীদের ক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগ থাকতে হবে ১,০০,০০০ (এক লাখ) টাকা। ৮২৬ তম কমিশন সভা অদ্য ০৮/০৬/২০২২ তারিখে কমিশনের সভাকক্ষে চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল-ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Press_Release_826th_08.06.2022-1

উল্লেখ্য, পূর্বে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষেত্রে এই বিনিয়োগ সীমা ২০ হাজার টাকা নির্ধারণ করা ছিলো। বিএসইসির তথ্য মতে নতুন সিদ্ধান্তের ফলে প্রকৃত বিনিয়োগকারীদের আইপিও আবেদনের সুযোগ বৃদ্ধি হবে। একই সাথে পুঁজিবাজারে তারল্য বৃদ্ধি করা এবং বিনিয়োগকারীদের মাঝে দীর্ঘমেয়াদী বিনিয়োগের অভ্যাস তৈরী করার লক্ষ্যে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Add your Comment