37°C°F Precipitation: 0% Humidity: 44% Wind: 10 km/h
Sunday 9th February 2025
BOND SERIES: BOND OVERVIEW
By Rakibul Hossen

BOND SERIES: BOND OVERVIEW

বন্ড কি?

বন্ড হচ্ছে একটি স্থায়ী আয়ের মাধ্যম বা Fixed Income Instrument . যেখানে একজন বিনিয়োগকারী ধার বা loan দেয় কোম্পানি অথবা সরকারকে। বন্ড ব্যবসায়ের জ্ন্য মূলধন সংগ্রহ করার একটি অন্যতম পন্থা। অন্য ভাবে বলা যায় যে, বন্ড হচ্ছে একটি ধার চুক্তি যেখানে ইস্যুয়ারকে একটা নিদিষ্ট পরিমান মুনাফা বা সুদ বিনিয়োগকারীকে ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত প্রদান করতে হয়। প্রতিটি বন্ডের প্রাথমিক দর বা ফেসভেলু মূলত ১০০০ বা ৫০০০ টাকা হয়। বন্ডের বাজার দর নির্ভর করে কিছু বিষয়ের উপর, যেমন – বন্ড ইস্যুয়ার এর ক্রেডিট কোয়ালিটি (Credit Rating), বন্ড এর ম্যাচুরিটি এবং কুপন রেটের উপর। বন্ড ম্যাচিউর হবার পরে ফেসভেলুতে বিনিয়োগ কারীদের টাকা ফেরত দেয়া হয়।

বন্ড হোল্ডার (Bond Holder):

যখন কোন বিনিয়োগকারী কোন কোম্পানি বা সরকারের বন্ড ক্রয় করে তাকে বন্ড হোল্ডার বলা হয়। হোল্ডাররা মূলত ইস্যুয়ারকে মূলধন দেয় কূপন বা সুদ পাবার জন্য।

বন্ড ইস্যুয়ার (Bond Issuer):

যখন কোন কোম্পানি বা সরকার তার কোন প্রজেক্ট এর মূলধন যোগার করার জন্য বাজারে বন্ড ছারে তাকে বন্ড ইস্যুয়ার বলা হয়।

বন্ড এর মধ্যে কি কি থাকে বা Bond Details কি ?

Bond Details মূলত – বন্ড এর পরিপক্কতা তারিখ বা অবসায়ন তারিখ উল্লেখ থাকে যখন আসল টাকা বিনিয়োগকারীকে ইস্যুয়ার কোম্পানি ফেরত দিবে এবং সুদের পরিমান বা কূপন ইন্টারেস্ট রেট কত হবে তা বলা থাকবে।

বন্ড কেন ইস্যু করা হয় ?

কোন কোম্পানি তার নতুন কোন প্রোজেক্ট বা চলমান প্রোজেক্ট এর মূল্ধন সরবরাহ করার জন্য বন্ড ইস্যু করতে পারে।

কূপন কি ?

যেহেতু বন্ড একটি ডেট বা ধর চুক্তি তাই বন্ড ইস্যুর কর্তিক বিনিয়োগকারীদের একটি নিদিষ্ট পরিসর সুদ প্রদান করতে হয় বন্ড ম্যাচিউর হওয়া পর্যন্ত। এই সুদের হারকেই কূপন বলা হয় যা বন্ড হোল্ডারগণ বিনিয়োগ করে আয় করে ।

বন্ডের প্রয়োজনীতা কি ?

বিনিয়োগ মাধ্যম গুলো যেমন, শেয়ার, মিচুয়াল ফান্ড এর মত একটি অন্যতম মাধ্যম হচ্ছে বন্ড। যেহেতু বন্ড মার্কেট শেয়ার বাজারের সাথে ওঠানামা করে না এবং বন্ড হচ্ছে শেয়ার থেকে কম ভোলাটাইল বা পরিবর্তনশিল, তাই বন্ডকে নিরাপদ বিনিয়োগের মাধ্যম বলা হয়ে থাকে। তাই একজন বিনিয়োগকারীর পোর্টফলিও ব্যাল্যান্স করার জন্য এবং কম ঝুঁকি পূর্ন বিনিয়োগের জন্য বন্ড খুবই গুরুত্বপূর্ন।

বন্ড কিভাবে কাজ করে ?

একজন বিনিয়োগকারীর সম্পদের পরিচিত তিনটি শ্রেণির একটি হচ্ছে বন্ড (Bond) এবং বাকি দুটি হচ্ছে শেয়ার বা ( stocks/equities) ও নগদ অর্থ (cash equivalents)।
বিভিন্ন কোম্পানি এবং সরকারী বন্ড প্রকাশ্যে অথবা শেয়ার বাজারে অথবা বন্ড মার্কেটে লেনদেন (Tread) হয়। এছাড়া অন্নান্য বন্ড শুধু Over The Counter (OTC) মার্কেটে অথবা ইস্যুয়ার এবং বিনিয়োগকারীর মধ্যে ব্যাক্তিগত ভাবে লেনদেন হয়।
বেশির ভাগ বন্ডই প্রাথমিক হোল্ডার গণ অন্যত বিক্রয় করতে পারেন। অর্থাৎ আপনি একটি বন্ড ইস্যু করার সময় বিনিয়োগ করলেন এবং ম্যচুরিটি পর্যন্ত ধরে রাখতে হবে এমন কোন ধরাবাধা নিয়ম নেই। আপনি চাইলে রাখতে পারেন তথা বিক্রয় করতে পারেন। এমনও দেখা যায় যে, ইস্যুয়ার বন্ড পুণরায় বাজার থেকে ক্রয় করে নেয়। এটা মূলত সুদের হার কমে গেলে অথবা ইস্যুয়ারের Credit Quality বদ্ধি পেলে করা হয়, যাতে তারা স্বল্প খরচে বা সুদে পুনরায় বন্ড ইস্যু করতে পারে।
  • No Comments
  • October 15, 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *