ইনস্ট্যান্ট e-KYC ভেরিফিকেশনের সাথে বিও একাউন্ট খুলুন রয়্যাল ক্যাপিটালে
By admin
ইনস্ট্যান্ট e-KYC ভেরিফিকেশনের সাথে বিও একাউন্ট খুলুন রয়্যাল ক্যাপিটালে
ইনস্ট্যান্ট e-KYC ভেরিফিকেশনের সাথে বিও একাউন্ট খুলুন রয়্যাল ক্যাপিটালে
শেয়ারবাজারে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন টেকনোলজিক্যাল সেবা দিয়ে সময়ের সাথে সেগুলো আরও উন্নত করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে রয়্যাল ক্যাপিটাল লিমিটেড। আমরা নতুন সংযোজন হিসেবে অনলাইনে বিও একাউন্ট ওপেনিং কে করেছি আরও সহজ এবং সিকিউরড।
এখন অনলাইনে বিও একাউন্ট ওপেন করার জন্য আপনি আমাদের বিও পোর্টালের মাধ্যমে ইনস্ট্যান্ট NID ভেরিফিকেশন করতে পারবেন, যেটি করতে আগে সময় প্রয়োজন হতো। তার সাথে সহজ কিছু স্টেপ ফলো করে সহজেই খুলতে পারবেন রয়্যাল ক্যাপিটালে আপনার বিও একাউন্ট।
স্টেপ ১
bo.royalcapitalbd.com-এ লগ ইন করুন এবং আপনার মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস ব্যবহার করে রেজিষ্ট্রেশন করুন এবং “Continue to Registration” এ ক্লিক করুন। একটি ওয়ানটাইম ইউজার আইডি এবং পাসওয়ার্ড রেজিষ্ট্রেশন বাটনে ক্লিক করার পর আপনার ইমেইল এড্রেসে পাঠানো হবে।
পরবর্তী ধাপে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য দিতে হবে। এইখানে আপনার NID/স্মার্ট কার্ড নাম্বার (১০/১৩/১৭ ডিজিট) লিখুন এবং আইডি কার্ড অনুযায়ী জন্মতারিখ (তারিখ/মাস/সাল) সিলেক্ট করুন। “Upload Image” এ ক্লিক করে আপনার ছবি আপলোড করতে পারবেন এবং “Capture Image” এ ক্লিক করে আপনি ছবি তুলতে পারবেন ডিভাইসের ক্যামেরার সাহায্যে। তথ্য দেওয়ার পর “Send OTP” বাটনে ক্লিক করুন। পরবর্তী ধাপে এগিয়ে যেতে মোবাইল নাম্বারে পাওয়া OTP সাবমিট করুন।
মনে রাখবেন: নিজের ছবি তোলার সময়, ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড এবং পর্যাপ্ত আলো নিশ্চিত করতে হবে। ছবি তোলার সময় কোনো ধরনের মাস্ক, অলংকার ইত্যাদি পরা যাবে না। আপনি যদি ছবি আপলোড করেন, তাহলে পাসপোর্ট সাইজের ছবি অথবা আপনার চেহারা পরিষ্কার দেখা যাচ্ছে এমন কোনো ছবি আপলোড করুন এবং এই ফাইলটি অবশ্যই ৩০০KB এর মধ্যে হতে হবে এবং JPG বা PNG ফাইল হতে হবে। যদি ছবিটি NID-এর সাথে না মিলে তাহলে আপনার স্ক্রিনে একটি “Error Message” দেখাবে।
স্টেপ ৩
পূর্বের প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে আপনি চলে আসবেন বিও রেজিস্ট্রেশনের মেইন পেইজে। এইখানে প্রথমেই সিলেক্ট করে নিন কি ধরণের একাউন্ট – Individual নাকি Joint Account খুলতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে নিন। আপনার অন্যান্য তথ্য যেমন বাবা মায়ের নাম, ঠিকানা, পোস্টাল কোড ইত্যাদি তথ্য দিয়ে পূরণ করতে হবে।
মনে রাখবেন, আপনার নাম এবং জন্ম তারিখ অটো সিলেক্ট হয়ে যাবে পূর্বের ধাপ থেকে। উল্লেখ্য আপনার নাম এবং জন্ম তারিখ কখনই চেঞ্জ করা যাবে না, শুধুমাত্র NID-তে কারেকশন হলে সেটি পরবর্তীতে আপডেট করা যাবে। এছাড়া আপনি যদি জয়েন্ট একাউন্ট সিলেক্ট করে থাকেন, তাহলে আপনাকে সেই অনুযায়ী দ্বিতীয়/তৃতীয় অ্যাকাউন্টধারীদের জন্য একই ধরণের তথ্য প্রদান করতে হবে। সবশেষে আপনার পছন্দ/সুবিধা অনুযায়ী ব্রাঞ্চ সিলেক্ট করুন এবং “Save and Continue”-তে ক্লিক করুন।
স্টেপ ৪
এই অংশে আপনাকে ব্যাংক ইনফরমেশন দিতে হবে। প্রথমে আপনার ব্যাংকের নাম সিলেক্ট করুন এবং ব্রাঞ্চের জেলা অনুযায়ী, জেলা সিলেক্ট করুন। আপনাকে এখন ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে। তথ্য অনুযায়ী রাউটিং নাম্বার অটো এসে পরবে। ১৩ সংখ্যার ব্যাংক একাউন্ট নাম্বার দিন এবং “Save and Continue”-তে ক্লিক করুন।
নমীনি এবং অথরাইজেশন এর তথ্য আপনি স্কিপ করে পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন।
স্টেপ ৫
আপলোড ডকুমেন্টস অংশে প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন আপনার NID এর সামনের এবং পিছনের অংশ এবং ডিজিটাল স্বাক্ষরের ফাইল অথবা ছবি আপলোড করতে হবে। ডকুমেন্ট আপলোড করার পরে প্রতিটিতে “Save”-এ ক্লিক করতে হবে এবং ফাইলগুলো সঠিক ভাবে নির্ধারিত ট্যাবে আপলোড করার পর “Save and Continue”-তে ক্লিক করুন।
মনে রাখবেন, আপনার ডিজিটাল স্বাক্ষরের সেই ফাইলটি অবশ্যই ক্লিয়ার এবং বড় থাকতে হবে। সিগনেচার যদি ছোট হয় তাহলে সেই ফাইল গ্রহণযোগ্য হবে না।
স্টেপ ৬
নেক্সট ধাপে আসবে পেমেন্ট করার অপশন। টার্মস এবং কন্ডিশন বক্সে ক্লিক করলে “Payment” অপশন আসবে এবং সেটায় ক্লিক করে পেমেন্ট চ্যানেল ওপেন করুন। ক্লায়েন্টরা বাংলাদেশে ইস্যুকৃত যেকোনো ক্রেডিট বা ডেবিট – ভিসা, মাস্টারকার্ড বা নেক্সাস পে কার্ড, যেকোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) অথবা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে পেমেন্ট করতে পারবে ৷ পেমেন্টের কনফার্মেশন SMS এর মাধ্যমে মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে এবং পরবর্তীতে পেমেন্ট প্যানেলে আপডেট করে দেওয়া হবে।
এখন, আপনাকে CDBL থেকে একাউন্ট খোলার কনফার্মেশন পেতে সর্বোচ্চ দুই কার্যদিবসের জন্য অপেক্ষা করতে হবে। সমস্ত তথ্য রয়্যাল ক্যাপিটাল লিমিটেড থেকে ১ কার্যদিবসের মধ্যে CDBL-এ স্থানান্তর করা হবে। ক্লায়েন্টদের সুবিধার্থে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি এবং সময়ের সাথে সাথে বিভিন্ন টেকনোলজি যুক্ত করছি এবং মান উন্নয়ন করছি। রয়্যাল ক্যাপিটালের সাথে আপনার যাত্রা শুভ হোক এবং মনে রাখবেন “জেনে বুঝে করলে বিনিয়োগ আপনার বর্তমান সঞ্চয় হবে আগামী দিনের সম্পদ”